শিউলির সুবাসে রোজ ঘুমটা ভাঙায়।
শরতের শোভায় মন ঠিকানা হারায় ।
কাশফুল দোলে,
হাওয়ায় বলে,
আসছে উমা বছর পরে।
মলিনতা সব যাবে দূরে।
ফিরবে আনন্দ, জাগবে হাসি
এই ভেবেই কাটে দিবানিশি।
মা, তোর কাছে মোর নেই রে বায়না,
অনাহারী যেন মা ভুখা রয়না।
পূজোর দিনে সবারে রাখিস সুখে।
এই কেবল সুধাইব তোকে
মা তোর আগমনে কামনা করি আশীষ।
বেদনা ভুলিয়ে তুই রোগ-শোক সঙ্গে করে নিস।