“শুধাই দশরূপার কাছে”

শিউলির সুবাসে রোজ ঘুমটা ভাঙায়।
শরতের শোভায় মন ঠিকানা হারায় ।
কাশফুল দোলে,
হাওয়ায় বলে,
আসছে উমা বছর পরে।
মলিনতা সব যাবে দূরে।
ফিরবে আনন্দ, জাগবে হাসি
এই ভেবেই কাটে দিবানিশি।
মা, তোর কাছে মোর নেই রে বায়না,
অনাহারী যেন মা ভুখা রয়না।
পূজোর দিনে সবারে রাখিস সুখে।
এই কেবল সুধাইব তোকে
মা তোর আগমনে কামনা করি আশীষ।
বেদনা ভুলিয়ে তুই রোগ-শোক সঙ্গে করে নিস।

Share this Post

Similar Posts

  • |

    পেলেম তারে

    Views: 450 জানো হে ফাল্গুনী চাঁদ ।জানো হে আশ্বিনী ভোর ।কাশের ঝোপ,পলাশের বণ ।আজই এ শ্রাবণের সন্ধ্যায় ।প্রথম দেখে ছিনু তারে ।কুমোরেরে ঘরে মৃদু প্রদীপ জ্বলে ।আকাশ ঘন কালো ।ঈশান…

    Share this Post
  • স্বপ্ন

    Views: 700 স্বপ্ন রঙে রঙিন জীবন –স্বপ্ন দেখায় আশা,উদাস মন কে জাগিয়ে তোলেস্বপ্নের মিষ্টি ভাষা। স্বপ্ন জাগায় রাত আর –কতই ‘স্বপ্ন’ দেখায়,ঘোর ঘুমেতে স্বপ্ন এসেস্বপ্নেই হারিয়ে যায়। স্বপ্নের সাথী দুঃস্বপ্ন…

    Share this Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *