স্বপ্ন

স্বপ্ন রঙে রঙিন জীবন –
স্বপ্ন দেখায় আশা,
উদাস মন কে জাগিয়ে তোলে
স্বপ্নের মিষ্টি ভাষা।

স্বপ্ন জাগায় রাত আর –
কতই ‘স্বপ্ন’ দেখায়,
ঘোর ঘুমেতে স্বপ্ন এসে
স্বপ্নেই হারিয়ে যায়।

স্বপ্নের সাথী দুঃস্বপ্ন –
স্বপ্নেরই বদনাম,
দুঃস্বপ্নের সঙ্গী হয়ে
স্বপ্ন হারায় দাম।

স্বপ্ন হাওয়ায় ফোটে ফুল,
স্বপ্ন হৃদয় জুড়ে,
সে হওয়াতে ফুলের পাপড়ি
স্বপ্নেই যায় ঝড়ে।

স্বপ্নের কোলে স্বপ্ন যদি
পেতে দ্বিতীয় সিঁড়ি –
যেতাম চলে সিঁড়ি বেয়ে
সোজা বাস্তবপুরী।

বাস্তব ছোঁয়ায় বুঝে নিতাম
স্বপ্ন রঙিন খেলা,
স্বপ্ন হয়তো মরীচিকা
কিন্তু –
      স্বপ্নই জীবন চলা। 

Share this Post

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *