জানো হে ফাল্গুনী চাঁদ ।
জানো হে আশ্বিনী ভোর ।
কাশের ঝোপ,পলাশের বণ ।
আজই এ শ্রাবণের সন্ধ্যায় ।
প্রথম দেখে ছিনু তারে ।
কুমোরেরে ঘরে মৃদু প্রদীপ জ্বলে ।
আকাশ ঘন কালো ।
ঈশান কোণে ধায়,মেঘ বৃষ্টি হয় ।
বহিছে ঝিরি ঝিরি ।
আমারই এ প্রাঙ্গণে আসিয়াছে সে,বারে বারে ।
তবু বুঝি নাই আমি তারে ।
একা তরে অন্তরালে ।
খুঁজিয়াছি তারে রাতের পরে ।
অবশেষে পেলেম তারে ভোরের ঊষা দয়ে ।।