ক্রিয়েটিভ জগৎ আর্ট একাডেমীতে রবি-স্মরণ

Written by Sonali Chakraborty

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে শিলচর রাঙ্গিরখাড়ির তরণী রোডস্থিত ক্রিয়েটিভ জগৎ আর্ট একাডেমী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর কর্ণধার শ্রী কেতন দেবরায়। তার আলোচনার বিষয় ছিল ‘রবীন্দ্রনাথ ও চিত্রকলা’। আমাদের কবিগুরু যে যথার্থ অর্থে কলাগুরুও সেকথাই তার বক্তব্যে উঠে আসে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর মহিলা কলেজের শিক্ষাবিভাগের অধ্যাপক ড. শান্তনু দাস। একাডেমীর পক্ষ থেকে তাকে বরণ করেন অর্পিতা দাস, কোয়েল দেবরায় ও সোনালী চক্রবর্তী। ড. দাস তাঁর বক্তব্যে জানান যে বর্তমানের অতিমাত্রায় প্রতিযোগিতামূলক জীবন ও পড়াশোনার চাপে বাচ্চাদের মধ্যে অবসাদ প্রভৃতি নানা সমস্যা পরিলক্ষিত হয়। এই পরিস্থিতি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমাদের ফিরে যেতে হবে রবীন্দ্রনাথের কাছে। যিনি চাপমুক্ত ব্যবহারিক শিক্ষার প্রচলন করেছিলেন আজ থেকে প্রায় এক শতাব্দী আগে। সেক্ষেত্রে তিনি ক্রিয়েটিভ জগৎ-এর কর্ণধার ও সব সদস্য -সদস্যাদের সাধুবাদ জানিয়ে বলেন যে এই একাডেমীতে তিনি প্রায়ই আসেন এবং তাঁর এটা দেখে খুব ভালো লাগে যে এখানে বাচ্চারা সুন্দর পরিবেশে মনের আনন্দে নিজের ইচ্ছেমতো নিজেদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার সুযোগ পায়। এমন একটি একাডেমীর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন তিনি। এরপর তিনি একাডেমীর সদস্য শ্রী সৌরভ দেবের হাতে গড়া কবিগুরুর আবক্ষ মূর্তি উন্মোচন করেন।
 
অনুষ্ঠানের অন্যান্য পর্বে একাডেমীর সদস্য -সদস্যা ও কচিকাঁচাদের দ্বারা নাচ, গান, আবৃত্তি ইত্যাদি পরিবেশিত হয়। রবীন্দ্র সংগীত পরিবেশনায় ছিল মধুমিতা দে, মৌমিতা দে, টুপসী দাস, মধুমিতা দাস, অর্পিতা দাস, বিপ্রজিৎ পাল, অনন্ত কুমার চৌধুরী, সোনাক্ষী রায়। তাদের সাথে তবলায় ছিলেন বিপ্রজিৎ পাল। রবীন্দ্র নৃত্য পরিবেশণ করে সুনিস্কা দাস, ঋষিতা কৈরী, মন্টি মালাকার। আবৃত্তি পরিবেশনায় ছিল দৈবিক গুপ্ত, মেধাংশ গোস্বামী, শ্রীয়াংশ পাল, সুনিষ্কা দাস। সেদিনের সম্পূর্ণ অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন অর্পিতা রায়। এছাড়া একাডেমীর সদস্য আকাশ নাথ ও অর্পিতা রায়ের দ্বারা পেপার কোলাজে লাইভ আর্ট প্রদর্শিত হয়। সেদিন একাডেমীর কক্ষটি মনোজ্ঞ সাজে সেজে উঠেছিল ময়ূরী পাল চৌধুরী, পৌলমী দে, রত্না চক্রবর্তী, সায়ন্তিনী পাল ও অন্যান্য সদস্য -সদস্যা, ছাত্র ছাত্রীদের দ্বারা অঙ্কিত কবিগুরুর ক্যানভাস চিত্রের মাধ্যমে । সবশেষে ক্রিয়েটিভ জগৎ-এর সাথে জড়িত প্রত্যেকের পক্ষ থেকে শ্রী কেতন দেবরায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে এভাবেই সবসময় পাশে থাকার আহবান জানান।
Share this Post

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *